সংবাদচর্চা রিপোর্ট:
মে দিবসে জাতীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকদের মাঝে খাদ্রসামাগ্রী বিতরণ করেছেন । শুক্রবার সন্ধ্যায় আলীগঞ্জ লেবার হল থেকে কাউসার আহম্মেদ পলাশ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বেশ কয়েকদিন ধরে তিনি করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায়, কর্মহীন দরিদ্র মানুষগুলোর মাঝে চাল, ডাল, আলুম, পেঁয়াজ, তেল ও লবন বিতরণ করছেন।
পলাশ বলেন, আল্লাহর হুকুম হচ্ছে বলেই আমি তাদের সাহায্যে আসতে পারিছ। সব কিছুর মালিক আল্লাহ। আমি কেবল একজন উসিলা মাত্র। যতক্ষণ সামর্থ আছে ততক্ষণ কর্মহীন শ্রমিকদের জন্য এভাবে করে যাবো।