আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়ে শিক্ষকের কাছে পড়লে নারীঘঠিত অপরাধ কমবে: বন্দরে আল্লামা শফি

হেফাজতের আমীর আল্লামা সৈয়দ আহামদ শফি বলেছেন, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুরুষ ও নারীদের আলাদাভাবে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরা মেয়ে শিক্ষকের কাছে পড়াশোনা করলে নারী ঘঠিত অপরাধ কমে আসবে।

২৪ জুন সোমবার সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার দাশেরগাওস্থ জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্ধোধন কালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ছেলে হোক আর মেয়ে হোক। সন্তান আল্লাহর দান। অন্তত একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরআন হাদিসের আলোকে শিক্ষিত করে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিল্পপতি মো. হারুন অর রশিদ, বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম, সমাজ সেবক গোলজার মেম্বারসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা।

স্পন্সরেড আর্টিকেলঃ