আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেস ভাড়া মওকুফের দাবিতে তিতুমীর কলেজে ছাত্রফ্রন্টের মানববন্ধন

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা মহামারী কালীন শিক্ষার্থীদের মেছ ভাড়া মওকুফ করে সরকারী প্রজ্ঞাপন জরি করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারী তিতুমীর কলেজ শাখা উদ্যোগে বুধবার (৬ মে) সকাল ১১ টায় কলেজ ক্যম্পাস গেইটে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ শাখার আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। কলেজ শাখার আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, সরকারী তিতুমীর কলেজে ৫৬ হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়ন করলেও সেখানে ১টি ছেলে এবং ২টি মেয়েদের আবাসিক হল মাত্র।কাজেই অধিকাংশ শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের আশেপাশে মেস করে থাকতে হয়। কিন্তু এই মহামারী কালীন সময়ে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষনা করা হয়েছে। এমতাবস্থায় মেস ভাড়া পরিশোধ করার জন্য বাড়িওয়ালারা ছাত্রদের উপর চাপ সৃষ্টি করছে। আবার সরকারের পক্ষ থেকেও এ নিয়ে কোন ধরনের ভাবনা আছে বলে মনে হচ্ছে না।তাই তিনি অবিলম্বে ছাত্রদের এই মৌলিক দাবী পুুরণ করতে সরকারের প্রতি উদাত্ব আহ্বান জানান।
আজকের মানববন্ধনে মেস ভাড়া মওকুফ করে রাষ্ট্রিয় প্রজ্ঞাপন জারি করার দাবি জানানো হয়। এই মহামারী কালীন শিক্ষার্থীদের যাতে করে কোন ধরনের হয়রানির শিকার না হতে হয় তার জন্যও উপযুক্ত ব্যবস্থা নেওয়া ও শিক্ষার্থীদের জন্য ৬ মাসের রেশন দেওয়া এবং কোন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে অতিদ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়।।ধন্যবাদ

মানববন্ধনে যেসব দাবি জানানো হয়:-
১.মেস মওকুফ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
২.করোনায় কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে দ্রুত সেবা প্রদান করতে হবে।
৩.সকল শিক্ষার্থীদের রেশনের ব্যবস্থা করতে হবে।
৪.কোনো শিক্ষার্থীকে করোনা কালীন সময়ে হয়রানী করা চলবে না।

স্পন্সরেড আর্টিকেলঃ