প্রথম ফুটবলার হিসেবে ২০২০ লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে যৌথভাবে সেরা স্পোর্টসম্যানের পুরস্কার জিতেছেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ শিরোপা জেতা বৃটিশ হ্যামিল্টন।
তবে মেসি-হ্যামিল্টনই নন, গতকাল সোমবার রাতে পুরস্কার উঠেছে ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের হাতেও।
জার্মানির বার্লিনে দেওয়া হয় লরিয়াস ক্রীড়া পুরস্কার। তাতে প্রথম কোনো ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন মেসি। তবে মেসি একা চূড়ান্ত বিজয়ী হতে পারেননি। সেরার পুরস্কার ভাগ করে নিয়েছেন হ্যামিল্টনের সঙ্গে। ২০০০ সাল থেকে দিয়ে আসা এই পুরস্কার এই প্রথম যৌথভাবে দেওয়া হয়েছে।
আর সাধারণ মানুষের ভোটাভুটিতে জিতেছেন শচীন। গত ২০ বছরের সেরা ক্রীড়া মুহূর্তের জন্য জিতেছেন ভারতীয় ক্রিকেটার। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর টেন্ডুলকারকে ঘাড়ে তুলে ভারতীয় দলের উদযাপনের চিত্র সেরা করে তুলেছে শচীনকে।
এ ছাড়া বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোনা বাইলস। আর বিশ্বসেরা দল নির্বাচিত হয়েছে ২০১৯ সালে বিশ্বকাপ জেতা দক্ষিণ আফ্রিকার রাগবি দল।
ছুটিতে থাকার কারণে ফুটবলার হিসেবে ইতিহাস গড়া পুরস্কার গ্রহণ করতে পারেননি মেসি। তবে এক ভিডিও বার্তায় বার্সেলোনা অধিনায়ক বলেছেন, ‘কোনো দলীয় খেলা থেকে প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কার জেতায় আমি গর্বিত।’
অন্যদিকে পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন। পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, ‘এখানে অনেক অ্যাথলেট আছেন, যাঁদের অনেক কিছু ছিল না। তবু তাঁরা তাঁদের পাওয়া সুযোগের সর্বোচ্চ ব্যবহার করেছেন। খেলাকে পেশা হিসেবে বেছে নেওয়ায় এবং নিজের স্বপ্ন পূরণ করে তরুণদের অনুপ্রাণিত করায় আমি তাঁদের ধন্যবাদ দেই। এ পুরস্কার শুধু আমার নয়, তাঁদের সবার।’