আজ মঙ্গলবার, ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় মেঘনা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ

মেঘনা নদীর

 মেঘনা নদীর

নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁয় মেঘনা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিটিআই।
বুধবার (৪ এপ্রিল) নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারাগাঁ থানাধীন বৈদ্যের বাজার এলাকায় মেঘনা নদীর তীরভূমিতে অবৈধ দখল উচ্ছেদের ২ (দুই) দিনব্যাপী কার্যক্রমের দ্বিতীয় দিনে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের দ্বিতীয় দিনে ম্যাজিষ্ট্রেট শামীম বানু শান্তি’র নেতৃত্বে এবং বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোঃ শহীদ উল্যাহ এর তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মোঃ এহতেশামুল পারভেজ, বিআইডব্লিউটিএ’র মেডিকেল অফিসার ডা: জাকিরুল হাসান ফারুক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিপুল সংখ্যক পুলিশ ও আনসার।

স্পন্সরেড আর্টিকেলঃ