আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলার দৌলতখানে মেঘনায় অভিযানে জালসহ ২৮ জেলে আটক

মেঘনায়

মেঘনায়

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা থেকে: ভোলা দৌলতখান উপজেলার মেঘনা নদীতে পৃথক দুটি অভিযান চালায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ২৮ জেলেকে আটক করা হয়।
আজ বুধবার (২১ মার্চ) দৌলতখান মেঘনার মোহনায় মাছ ধরাকালে ভ্রাম্যমান আদালতের হাতে ৩০হাজার মিটার জালসহ ২৮ জেলে আটক হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামলা হোসেন জানান, আটক ২৮ জেলের মধ্যে ১৭ জনকে এক মাস করে কারাদণ্ড এবং অপর ১১ জেলেকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত মাছগুলো অসহায় দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাল নদীর তীরে এসে পুড়িয়ে ফেলা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ