নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার কিশোর ও যুবকদের উদ্যোগে নাইট ম্যাচ নামে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ আষ্ট) রাতে গোদনাইল উচ্চ বিদ্যালয় মাঠে রাত সাড়ে ৯টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ কারী দুই দল হচ্ছে মেক্সিকো এবং ইটালি। খেলায় মেক্সিকো ইটালিকে ২-০ গোলে পরাজিত করে। এর আগে টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো জার্মানি, ইংল্যান্ড, মেক্সিকো, ইটালি এবং স্পেন। পরে ফাইনাল খেলা শেষে বিজয়ী দলসহ সব দলকেই পুরস্কার দেওয়া হয়। এসময় চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০০০ টাকা পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য কাজী নাজমুল ইসলাম বাবুল, আইনজীবি কামরুজ্জামান বুলেট, দৈনিক আমাদের সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব, আইডিয়াল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম, বর্ণমালা একাডেমির প্রিন্সিপাল খোরশেদ আলমসহ অন্যরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাখাওয়াত হোসেন খোকন। এসময় প্রধান অতিথির বক্তব্যে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন, খেলধুলা করলে একদিকে যেমন শরীর চর্চার কাজ হয় আরেক দিকে মানসিকতা ভালো থাকে। বর্তমানে মাদকের ভয়াবহতা যেভাবে বাড়ছে খেলাধূলায় যুক্ত থাকলে সেই ভয়বহতা থেকে রক্ষা পাওয়া যায়। এমন সুন্দর একটি আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ দেন। তিনি এসময় আরো বলেন ভবিষ্যতে এ ধরনের আয়োজন যাতে আরো করা হয়। এবং সে ক্ষেত্রে যদি আমার কোন সহযোগীতা লাগে তাহলে আমি তা করতে প্রস্তুত আছি। এছাড়াও কেউ যদি কোন ক্লাব বা সংগঠন করে থাকে তাহলে নাসিক কর্তৃক কিছু অনুদানেরও তিনি ব্যবস্থা করবে।