সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী বলাইনগর এলাকার রেডিমিক্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে ৬ মার্চ শনিবার ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা মাটি কাটার ভ্যাকুর ৪টি ব্যাটারী, ১২ ব্যারেল ডিজেল, একটি মোবাইল সেট ও নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় বাঁধা দিতে গিয়ে ভ্যাকুর চালক মেহেদী হাসান (২৭) আহত হয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মেহেদী হাসানকে প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে রেডিমিক্সের মালিক হাসান মিয়া বাদী হয়ে বানিয়াদী গ্রামের হবুল্লা, হেলাল, আইয়ুবউল্লাহ ও জুয়েলকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।