আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুড়াপাড়ায় ডাকাত সর্দার আইয়ুবুরসহ গ্রেপ্তার ৭

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ থানার মুড়াপাড়া বাজার এলাকায় লিনা পেপার মিলস লিঃ-এ ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ০৭ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ । গ্রেফতারকৃত আসামীরা হলেন মুড়াপাড়ার মঙ্গলখালী এলাকার ডাকাত সর্দার আইয়ুবুর আলী (৪৫), মাহমুদাবাদ এলাকার মোঃ শিপন মিয়া (৩৯), – ব্রাহ্মণগাঁও এলাকার মোঃ শরীফ (৩৫), শাহাপুর এলাকার মোঃ মিলন মিয়া (৪৪), দরিকান্দি এলাকার সাকিল আহম্মেদ (২৩), ইমতিয়াজ (২৩), ভাড়াটিয়া মতিয়ার মৃধা (২৫)। গতকাল তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের হেফাজত হতে ০১ টি চাপাতি, ০১ টি সুইচ গিয়ার চাকু, ০১ টি তালা কাটার, ০২ টি হাসুয়া, ০১ টি লোহার ছোড়া, ০২ টি সাবল, ০২ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

র‌্যাব জানান, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে আর্থিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। জিজ্ঞাসাবাদে আসামীরা আরো স্বীকার করে যে, তারা দেশীয় অস্ত্র-সস্ত্র সহ মুড়াপাড়া বাজারস্থ লিনা পেপার মিলস লিমিটেড-এ ডাকাতি করছিল। ডাকাত সর্দার আইয়ুবুর রহমান এর বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানায় ০১ টি হত্যা চেষ্টা মামলা, ০৬টি মাদক নিয়ন্ত্রন আইনে মামলা, ০১ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা, ০১ টি মারামারি মামলা, ০১ টি নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা, গ্রেফতারকৃত ২নং আসামী শিপন মিয়া এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানার ০১ টি মামলা, গ্রেফতারকৃত ৪নং আসামী মিলন মিয়া এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানায় ০৩ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্পন্সরেড আর্টিকেলঃ