আজ বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুসুল্লীদের নিরাপত্তায় স্প্রে প্রদানে দাপা যুব জাগরণ সংঘ

সংবাদচর্চা রিপোর্ট

দাপা যুব জাগরণ সংঘ এর পক্ষ থেকে বায়তুর রহমান জামে মসজিদে জীবাণু নাশক স্প্রে মেশিন উপহার দেয়া হয়েছে।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট রিফাত এ মান্নান বলেন, আশা করি এই জীবাণু নাশক স্প্রে মেশিন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে কিছুটা হলেও মুসল্লীদের নিরাপদ করবে। আল্লাহর কাছে দোয়া চাইছি তিনি দ্রুত এই মহামারী থেকে আমাদের দেশ সহ সারা বিশ্বকে মুক্ত করুক।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-আহবায়ক পাভেল, রাহাত সদস্য আসাদুল হক। মসজিদের পক্ষে মেশিন গ্রহণ করেন হাফেজ নুর মোহাম্মদ।

উল্লেখ্য, মানুষের চলার সুবিধায় রাস্তায় লাইট লাগানো, নিঃস্ব ব্যাক্তিদের বিনামূল্যে দাফনের ব্যবস্থা করা, গরিব মানুষের ডাক্তার ও ঔষধের খরচ দেয়া, মানবতার দেয়াল ইত্যাদি। দাপা যুব জাগরণ সংঘ বহুদিন ধরে মানব কল্যাণে নিজ অর্থায়নে এসকল কাজ করে যাচ্ছে। গত মাসে করোনা মহামারীতে কর্মহীন ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে দাপা যুব জাগরণ সংঘ।

স্পন্সরেড আর্টিকেলঃ