আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে ডিসির কর্মসূচি

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। বহষ্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিসপ্লের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিশেষ প্রামান্য চিত্র প্রদর্শন । বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুষ্ঠান উদ্বোধন করবেন তা নারায়ণগঞ্জে প্রচার করা  হবে। 

সংবাদ সম্মেলন ডিসি বলেন, ৯ মাস যুদ্ধ করে ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও বাংলার মানুষ কিন্তু ১০ই জানুয়ারি অপেক্ষায় ছিল। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্থানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলার মাটিতে পা রাখেন। শেখ মুজিবর রহমান কখন, কিভাবে পাকিস্থানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে এসেছে তা আমাদের ক্ষণগণনা অনুষ্ঠানের মাধ্যমে আমরা  সবাইকে দেখাবো।

ডিসি আরো জানান, নারায়নগঞ্জ জেলা শহরে ৩টি ও আড়াইহাজার উপজেলার প্রতিটি ইউনিয়নে ক্ষণগণনা মেশিন স্থাপন কার হয়েছে।