আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুচলেকায় আসিফের জামিন

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের করা মাদকের মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন আসিফ আকবর। এরপর বিচারক জিয়াউর রহমান শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআর শাখার পুলিশের সহকারী উপপরিদর্শক তোফাজ্জল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এ মামলায় আসিফ জামিনে না থাকায় আজকে আদালতে এসে জামিন নিয়েছেন।’

এর আগে গত ২১ অক্টোবর তেজগাঁও থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জামাল উদ্দিন আসিফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) টেবিল ২৪ (ক) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ জুন তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আসিফ আকবরের বিরুদ্ধে একটি মামলা করেন কণ্ঠশিল্পী শফিক তুহিন। ৬ জুন রাতে ওই মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। ১১ জুন ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ১০ হাজার টাকা মুচলেকায় আসিফের জামিন মঞ্জুর করেন। তবে ওই মামলায় গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিসকক্ষে চার বোতল অবৈধ টাকিলা (বিদেশি মদ) পাওয়া যায়। লাইসেন্স ছাড়া নিজের কাছে বিদেশি মদ রাখার দায়ে তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় প্রশান্ত কুমার সিকদার (উপ-পরিদর্শক) মাদক আইনে মামলাটি দায়ের করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ