আজ রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তি পেতে যাচ্ছে মালেক আফসারীর অন্তর জ্বালা’

বিনোদন ডেস্ক: বিজয় দিবস উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে মালেক আফসারীর অন্তর জ্বালা’। পরীমনি ও জায়েদ খান অভিনীত প্রাথমিকভাবে সারা দেশের ১৭৫ প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিটি। পরে প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়ানো হবে। ‘অন্তর জ্বালা’র পরিচালক মালেক আফসারী নিজেই এসব তথ্য জানান।

সেই হিসেবে দেশের সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দিয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন পরিচালক মালেক আফসারী। এর আগে যে রেকর্ডটি ছিল আরেক নামি চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকনের ঝুলিতে। তাঁর ‘রাজাবাবু’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৬৪টি হলে। সেটি টপকে নতুন রেকর্ডের পথে পরীমনি-জায়েদ জুটির ‘অন্তর জ্বালা’

ছবি নিয়ে মালেক আফসারি বলেন, ‘চলচ্চিত্রাঙ্গনে নানা অস্থিরতার বিরাজ করছিল। সেজন্য এতদিন মুক্তি দেইনি। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় মুক্তি দিতে যাচ্ছি। এবার আর তারিখ পরিবর্তন হবে না।’

নায়ক মান্নার পরিবেশনা সংস্থা কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে মুক্তি পেতে যাচ্ছে ‘অন্তর জ্বালা’। ছবিতে পরীমনি এবং জায়েদ খান ছাড়াও অভিনয় করছেন নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌ, প্রয়াত খল অভিনেতা মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলী, বড়দা মিঠু ও চিকন আলী।

স্পন্সরেড আর্টিকেলঃ