আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তি পেল মাহির অন্ধকার জগত

অনলাইন রিপোর্ট:

ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে  মুক্তি দিয়েছে মাহি-তায়েব’র ‘অন্ধকার জগত’। সিনেমাটি মুক্তি পাবে দেশের ৬০টি প্রেক্ষাগৃহে। সন্ত্রাস জগতের গল্প নিয়ে সিনেমার কাহিনী। এর মধ্যে মানবতার গল্পও রয়েছে। আছে প্রেম-ভালোবাসাও।
সিনেমাটিতে অভিনয় করেছেন- ডি তায়েব, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বোঁ, মৌমিতা মৌ প্রমুখ।

সিনেমাটি প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘দর্শক যে ধরনের সিনেমা হলে গিয়ে দেখতে পছন্দ করেন, সবই রয়েছে ‘অন্ধকার জগত’ সিনেমাতে। আশা করছি এটি দর্শক বেশ সাদরেই গ্রহণ করবেন।’

ডিএ তায়েব বলেন, ‘পুরোপুরি আধুনিক গল্প ও নির্মাণের সিনেমা ‘অন্ধকার জগত’। সন্ত্রাসজগতের গল্প নিয়ে সিনেমার কাহিনি। এর মধ্যে মানবতার গল্পও আছে।’

ডিএ তায়েব বলেন, ‘প্রেম, বিরহ, পারিবারিক টানাপড়েন, অ্যাকশন সবকিছুই শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে অন্ধকার জগতে। এটি নিয়ে প্রেক্ষাগৃহের মালিকদের আগ্রহ আছে। চাইলে ৮০ সিনেমা হলে সিনেমাটি মুক্তি দিতে পারতাম। আপাতত ৬০টিতে দিচ্ছি। দেশের অন্যান্য হলে যেসব সিনেমা চলছে সেগুলোতে যেন ক্ষতি না হয় সেজন্য হল সংখ্যা ৬০-টির বেশি দেইনি।’

স্পন্সরেড আর্টিকেলঃ