মেঘনায় শিল্পাঞ্চল মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
মাজহারুল ইসলামঃ নারায়নগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠ সংলগ্ন শিল্পাঞ্চল মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম একজন জনবান্ধব নেতা,সাধারণ মানুষের কল্যাণে যার রাজনৈতিক পথচলা। মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় নির্মানের জন্য ৫ লাখ টাকার চেক প্রদান করেন ইঞ্জিঃ মাসুম। বক্তব্যের ভারাক্রান্ত সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরন করে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ করার মত সামর্থ আমাদের নেই।যতদিন বেঁচে থাকবো দেশ ও জাতীর শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের সেবা করে যাবো।যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি,যাদের অনুপ্রেরণায় আমরা আজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পেরেছি,তাদের এই অবদান আমরা কখনো ভুলতে পারবো না।
তিনি আরো বলেন যারা মুক্তিযুদ্ধ করে বেঁচে আছেন তাদের দিকে তাকালে আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি অনুধাবন করতে পারি।আপনাদের ঋণ শোধ করার মত আমাদের সামর্থ নেই।তবে আপনাদের সেবা করার সামর্থ আমাদের রয়েছে। তাই যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।
কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে চেক হস্তান্তর কালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রধান, আশেক আলী,সরাফত উল্লাহ মাষ্টার, ফজলুল হক,মফিজুল ইসলাম,ফজলুল হক করিম,বকুল মিয়া,সফর আলী,
কাঁচপুর হাইওয়ে থানার ওসি (তদন্ত) আলী রেজা,উপজেলা যুবলীগের যুগ্ন-সাংগঠনিক সম্পাদক আবু সাইদ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।