আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মায়ের জন্য মাঠে নামতে চান ক্রিকেটার শাহাদাত

খেলাধূলা ডেস্কঃ

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সতীর্থ ক্রিকেটার আরাফাত সানি জুনিয়রকে মারধরের ঘটনায় ৫ বছরের নিষেধাজ্ঞায় আছেন পেসার শাহাদাত হোসেন। এই অবস্থায় শাস্তি কমাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন তিনি। যেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন আবার।

নানা সময়ে বিভিন্ন বিতর্কিত কাণ্ডের জন্ম দেওয়া শাহাদাতের সর্বশেষ ঘটনাটি ছিল  জাতীয় ক্রিকেট লিগের সর্বশেষ আসরে। দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ ৫ বছরের নিষেধাজ্ঞা ও ৩ লাখ টাকা জরিমানা করা হয় তাকে।

ক্রিকবাজকে শাহাদাত জানিয়েছেন, শনিবার শাস্তি কমাতে বোর্ডের কাছে আবেদন করেছেন। কারণ ঘরোয়া ক্রিকেটে ফিরতে খুবই মরিয়া তিনি। যাতে ক্রিকেট খেলে ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে পারেন। শাহাদাত বলেছেন, ‘নিষেধাজ্ঞা কমাতে বোর্ডের কাছে আমি আবেদন করেছি। এখন সব কিছু তাদের ওপর নির্ভর করছে।’

এর পরেই তিনি অসুস্থ মায়ের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমার প্রতিযোগিতামূলক খেলায় ফেরাটা জরুরি। কারণ আমাকে ক্যানসারে আক্রান্ত মায়ের মেডিক্যাল বিল বহন করতে হবে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘আমি ক্রিকেট ছাড়া আর কিছু পারি না। আর নিজের কৃতকর্মের জন্যও আমি অনুতপ্ত। বিসিবিকে এও বলেছি, আমার বিরুদ্ধে আবারও যদি এ ধরনের অভিযোগ মেলে, তাহলে আর নিজের চেহারাই দেখাবো না।’

বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট ও ৫১টি ওয়ানডে খেলা শাহাদাত টি-টোয়েন্টিও খেলেছেন ৬টি। এর আগে গৃহকর্মী নির্যাতনের ঘটনায়ও নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

স্পন্সরেড আর্টিকেলঃ