আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাশরাফির বিদায়

মাশরাফির শেষ ম্যাচে লিটন দাস ও তামিম ইকবালের বিশ্ব রেকর্ড গড়া জুটির ম্যাচে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে গেল জিম্বাবুয়ে।

দিনভর রৌদ, সন্ধ্যার পর হঠাৎই বৃষ্টি দেখা দেয় সংশয়। কিন্তু শেষ পর্যন্ত সব সংশয় কাটিয়ে আলোয় আলোয় ভরে উঠল মাঠ। এ বৃষ্টিকে মনে হলো প্রকৃতির দায় স্বীকার। রাতে যে বিদায় নিচ্ছেন দেশসেরা অধিনায়ক মাশরাফি, সে দুঃখেই হয়তো চোখের পানি ফেলল প্রকৃতি।

মাশরাফির শেষ ম্যাচে লিটন দাস ও তামিম ইকবালের বিশ্ব রেকর্ড গড়া জুটির ম্যাচে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে গেল জিম্বাবুয়ে। এর মধ্যে দিয়ে শেষ হলো অধিনায়ক মাশরাফির অধ্যায়।
ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছিল প্রথম ইনিংসের পরই। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে ৪৩ ওভারে ৩২২ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এ রান করাই ছিলো জিম্বাবুয়ের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।

সেটিকে আরও কঠিন করে দিয়ে বৃষ্টি আইনে তাদের নতুন লক্ষ্য দেয়া হয় ৪৩ ওভারে ৩৪২ রান। যা তাড়া করতে নেমে কখনওই জয়ের পথে ছিলো না জিম্বাবুয়ে। মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানদের বোলিং তোপে তারা অলআউট হয়ে গেছে মাত্র ২১৮ রানে। বাংলাদেশ জয় পেয়েছে ১২৩ রানের বড় ব্যবধানে।

স্পন্সরেড আর্টিকেলঃ