আজ রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন এমপি গোলাম দস্তগীর গাজী

মাদার তেরেসা

মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন এমপি গোলাম দস্তগীর গাজী

মাদার তেরেসা

সংবাদচর্চা ডেস্ক:  নিজ নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অবকাঠামো উন্নয়ন সহ সমাজ সেবায় গুরুত্ব পূর্ণ অবদান রাখায় নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে মাদার তেরেসা পুরুষ্কারে ভূষিত করেছেন  ভারতের মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার কমিটি ।

সর্ব ভারতীয় সংখ্যালঘু ও পিছিয়ে পরা জনগোষ্ঠী কাউন্সিলের পক্ষ থেকে প্রতিবছর সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনকে এই পুরস্কার দেওয়া হয়।

মাদার তেরেসা

মঙ্গলবার বিকেল ৫ টায় পশ্চিম বাংলার ইস্টার্ন জোন কালচারাল সেন্টারে (ইজেডসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবাংলার সাবেক গভর্নর জাস্টিস শ্যামল সেনের পৃষ্ঠপোষকতায় এবং মি: এনথোনি অরুন বিশ্বাসের সভাপতিত্বে  গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কলকাতার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন  পশ্চিমবাংলা রাজ্যের ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত,আদামাস ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসার সামিট রয়, মি: সায়েম ভাটিয়া দুবাই,ডা:সামিয়ুল রাজ, মি: অর্পণ চক্রবর্তী, মিসেস সুসান মানতোস এবং আরও অনেকে।

স্পন্সরেড আর্টিকেলঃ