ফতুল্লা প্রতিনিধি:- ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সুষম বন্টনের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করছেন। এ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাই দেশে বর্তমানে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি, দলাদলি,গলাবাজি না করে শিক্ষার্থীদের পাঠদানের প্রতি যতœশীল হয়ে আর্দশবান শিক্ষক হওয়ার আহ্বান জানান শিক্ষকদের। তিনি আরো বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আর স্বাস্থ্যকে সুস্থ,সুন্দর ও সবল রাখতে খেলাধূলা অপরিহার্য্য।
যে কোন খেলাধুলায় মানুষের শরীর ও মনকে সুস্থ, সবল রাখে। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করা। কেবল সুস্থ শরীরই পারে সুস্থ, সুন্দর জীবন গড়তে। তিনি বলেন,বর্তমানে মরণ নেশা মাদকের ছোবলে পড়ে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।
আমাদের ভবিষ্যত যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আরো বেশি বেশি খেলাধূলার প্রতি আগ্রহী করে তোলা দরকার। আর আপনার বাসার আশেপাশে কেবা কারা মাদকের সাথে জরিত আছে তা আমাদের জানান, আপনাদের পরিচয় গোপন রাখা হবে। আপনারা যদি সচেতন না হন তাহলে হয়তো একদিন আপনার সন্তানই মাদকাসক্ত হবে। তাই আপনারা পুলিশকে সহযোগিতা করেন তাহলে মাদক মুক্ত পরিবেশ গড়তে পারবেন আপনারা।
তিনি পিলকুনী সরকারী প্রথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. মোবারক হোসেন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শনিবার (৯ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনী সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন) স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তফা মোল্লা, ল্যাব এইড লিঃ নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মাসুমুল হক সোহেল,স্কুলের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সাংগঠনিক সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইকবাল হোসেন মোল্লা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি নাছির মিল্কি,৭.৮.৯ নং ওয়ার্ড এর সাবেক মহিলা মেম্বার মাজেদা বেগম, মাউন্ড ভিউ স্কুলের অধ্যক্ষ মোস্তাক প্রমুখ।