বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ ১ ডজন মাদক মামলার আসামী কুখ্যাত মাদক স¤্রাট শুক্কুর (৩০) সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় পুলিশ ২ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২ শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। মঙ্গলবার রাতে বন্দর ১নং খেয়াঘাটস্থ যাত্রী ছাউনী ও নবীগঞ্জ বাগবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৫৮(৪)১৮ ও ৫৯(৪)১৮।
জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক হামিদুলসহ সঙ্গীয় র্ফোস বন্দর ১নং খেয়াঘাটস্থ যাত্রী ছাউনি সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর ২৩ নং ওয়ার্ডস্থ মাদক স¤্রাট হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে ১২টি মাদক মামলার আসামী শুক্কুর (৩২)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও থানার অপর উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনসহ সঙ্গীয় র্ফোস নবীগঞ্জ বাগবাড়ীস্থ জনৈকা পারভিনের বাড়ীতে অভিযান চালিয়ে ২ শ’ ৫০ গ্রাম গাঁজাসহ নবীগঞ্জ এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী মাহাবুব (৩৩)কে গ্রেপ্তার করেছে। ধৃতদের পৃথক মাদক মামলায় বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে কুখ্যাত মাদক ব্যবসায়ী শুক্কুরের বিরুদ্ধে বন্দর থানার ৫৮(৯)১৭, ৫(১২)১৬, ১৩(১১)১২, ১১(৬)১২, ৬(১২)০৬, ৬(৮)০৬, ২৮(৮)০৫, ৫৭(৯)১৬, ৩১(৪)১৬ নং মামলাসহ গেন্ডারিয়া থানা- ১(৩)১৪, সোনারগাঁ থানার-৩৪(৯)১২ ও ৩০(১০)১৬ সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।