আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক ব্যবসায়ী আলাউদ্দিন রিমান্ডে

মাদক ব্যবসায়ী আলাউদ্দিনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এই রিমান্ড আদেশ দেন।

এর আগে ১৬ সেপ্টেম্বর বন্দর উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকার মালেক হাওলাদারের ভাড়াটিয়া বাড়ি থেকে ১শ ৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

আলাউদ্দিন কুমিল্লা জেলার মেঘনা থানার আমিরাবাদ এলাকার মৃত মালেক হাওলাদের বাড়ি ভাড়াটিয়া এবং মৃত মিন্নত আলীর ছেলে।

রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরির্দশক মো. আব্দুল হাই। তিনি বলেন, আসামীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ সংবাদ