আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“মাদক বিক্রেতাকে বাসা ভাড়া দিবেন না”

নিজস্ব প্রতিবেদকঃ

অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিক বলেছেন, মাদক বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রতিটি এলাকায় মানুষকে সচেতন হতে হবে। শুক্রবার বিকেলে শহরের দেওভোগ মাদ্রাসা এলাকায় আর্দশ নাগরিক ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কোন মাদক বিক্রেতাকে বাসা ভাড়া দিবেন না। এলাকার কেউ যদি তাদের বাসা ভাড়া দেয় তাহলে আপনারা তার প্রতিবাদ করেন। মাদক বিক্রেতাদের বিষয়ে পুলিশ কে সহায়তা করুন। যাতে করে প্রতিটি এলাকা মাদক মুক্ত হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, আর্দশ নাগরিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ ইকবাল হুসাইন, স্থানীয় সাবেক মেম্বার দুলাল হোসেন। দেওভোগ পশ্চিম নগর পাঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, মাদক নির্মল কমিটির সাধারণ সম্পাদক রুপচাঁন সিকদারসহ আরও অনেকে।

স্পন্সরেড আর্টিকেলঃ