আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘মাদক বিক্রি নিয়ে’ সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহর চাষাঢ়ায় ‘মাদক বিক্রি নিয়ে’ দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যুবক। সোমবার ২৮ জুন রাতে চাষাড়া রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আরও চার জন আহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়া রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল মানিক ও শামীম গ্রুপ। সোমবার রাতে একই জায়গায় মাদক বিক্রি করতে আসে ইসদাইর এলাকার জুয়েল ও সোহাগ গ্রুপ। এ নিয়েই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে উভয় গ্রুপের সদস্য ও সাধারণ পথচারীসহ পাঁচ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, জুয়েল, জামান, সোহাগ ও সাধারণ পথচারী হাফিজুল ইসলাম।

স্পন্সরেড আর্টিকেলঃ