আজ বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে মাদক পাচার কালে পুলিশের গুলিতে আহত এক

মাদক পাচার কালে

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদরে ৪৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হিরোইনসহ জাভেদ কসাই(৫০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গুলি করে আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জাভেদ কসাই বর্তমান লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রতিপুর এলাকায় মাদক নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হয় জাভেদ।
জাভেদ কসাই সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রতিপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রতিপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ী জাভেদ ও তার সহযোগীরা। হামলার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশের ছোড়া এক রাউন্ড রাবার বুলেট জাবেদের পায়ে লেগে যায় এবং সে মাটিয়ে লুটিয়ে পড়ে। তবে বাকিরা পালিয়ে যায়। এ সময় আহত জাভেদকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
তিনি আরো জানান, জাভেদের শরীর তল্লাশী করে ৪৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। জাভেদ কসাইয়ের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ