আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক নির্মূলে সকলের সহযোগিতা চাইলেন শ্রমিকনেতা পলাশ

মাদক নির্মূলে সকলের

মাদক নির্মূলে সকলের

 

নিজস্ব প্রতিবেদক:
কুতুবপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড এর আলিগঞ্জ এলাকার মাদক ও সন্ত্রাস নির্মুল কমিটির উদ্যোগে পূর্বপাড়া জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহাম্মদ পলাশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব এ সভায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃহুমায়ুন কবির, নাঃ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার, দক্ষিন বঙ্গ লাইন সন্পাদক হাজি আবুল হোসেন, আলীগঞ্জ ক্লাবের কোসাদ্যক্ষ হাজি আরিফুল ইসলাম , মোঃ রমজান, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারন সম্পাদক মোঃ জজ মিয়াসহ আরো অনেকেই।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমাদের সুন্দর সমাজটাকে মাদক ধ্বংস করে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সারা দেশেই চলছে সাঁড়াশি অভিযান। আমরাও চাই আমাদের সমাজ থেকে মাদক দূর করতে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের একার পক্ষে সমাজ কিংবা দেশ থেকে মাদক নির্মুল করা সম্ভব নয়। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সুন্দর একটি সমাজ উপহার দিতে চাই আগামি প্রজন্মকে’।