আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহানগর ছাত্রদলে সংযুক্ত হলো বন্দরের ৫ ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দল গুলোর মুল শক্তি হলো তাদের অঙ্গ সংগঠন। তার মাঝে শক্তিশালি সংগঠন বলা হয় তাদের ছাত্র সংগঠন গুলোকে। জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগর শাখার সাংগঠনিক কাজকে আরো গতিশিলতা বৃদ্ধির লক্ষে বন্দর থানার ৫ টি ইউনিয়নকে মহানগরে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম সংবাদচর্চা প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বন্দর থানার ধামগড়, মদনপুর, মুছাপুর, বন্দর এবং কলাগাছিয়া ইউনিয়নের ইউনিটকে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা থেকে নারায়ণগঞ্জ মহানগর শাখার সাথে সাংগঠনিক ভাবে সংযুক্ত করা হয়েছে। মহানগর ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালি করার জন্য কেন্দ্রীয় ছাত্রসংসদের সভাপতি ফজুলর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের স্বাক্ষরে এই সিদ্ধান্ত জানানো হয়।

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ বলেন, দলকে শক্তিশালি করার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি। যে কোন সময় বন্দরের এই ৫ টি ইউনিয়নের কমিটি ঘোষনা করা হবে।

আরআই/এসএএইচ

স্পন্সরেড আর্টিকেলঃ