জেলা পরিষদের অর্থায়নে সোনারগাঁও জিআর ইনিস্টিটিউশনের মেইন গেইট ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের নামফলক ভেঙে ফেলা হয়। স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার নির্দেশ এ কাজ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই নামফলকে জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম ছিল। সম্প্রতি নামফলকটি স্থাপন করা হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে এটি এখনও উদ্বোধন করা হয়নি। নামফলক ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।তারই ফলশ্রুতিতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকাকে অবাঞ্চিত ঘোষণা করেছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম সম্বলিত ফলক ভেঙে ফেলার ঘটনায় আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা আসে। শনিবার বিকালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই মানববন্ধন সফল করার লক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, ১৩ নং ওয়ার্ড আওয়া মীলীগ নেতা মো. সাখাওয়াত হোসেন সুমনের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে। এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শামীম আহম্মেদ, উত্তম কুমার নয়ন সহ অন্যন্য নেতৃবন্দ।