আজ সোমবার, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

মলিন মুখে র‌্যাবের ত্রাণে হাসি 

সংবাদচর্চা রিপোর্ট: গভীর রাতে র‌্যাব সদস্যদের ত্রাণ পেয়ে মলিন মুখে হাসি ফুটেছে সদর ও ফতুল্লার ৫শতাধিক দরিদ্র পরিবারের। র‌্যাব-১১ সদস্যরা ব্যাক্তিগত তহবিল থেকে কিছুদিন ধরে জেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সদর ও ফতুল্লা থানা এলাকায় ত্রাণ পৌছে দেয়া হয়।

করোনা ভাইরাসে প্রভাবে মানুষ যখন ঘর বন্দি হয়ে পরে, কর্মহীন হয়ে যখন নিজ নিজ ঘরে অবস্থান নেয়, তখনি কর্মহীন এসব মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছে র‌্যাব-১১ সদস্যরা।

শুক্রবার গভীর রাতে র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিনের(পিপিএম) নেতৃত্বে র‌্যাব-১১ সদস্যরা শহরের বাবুরাই,ভূয়াপাড়া,ফতুল্লার পোস্ট অফিস ও রেলস্টেশন এলাকার প্রায় ৫ শতাধিক পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।

সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন বলেন, আপনারা সকলেই ঘরে থাকুন। নিজে নিরাপদ থাকুন এবং অপরকে নিরাপদ থাকতে সহযোগিতা করুন। আপনারা কেউ না খেয়ে থাকবেন না। সবাই সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকুন। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা আছি।

সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন (পিপিএম) জানান, র‌্যাব সব সময় মানুষের কল্যানে কাজ করছে। এ দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। তাই ঝুঁিক যেনেও আমরা পিছপা হচ্ছি না। আমাদের প্রত্যেক সদস্য অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ফতুল্লা পোস্ট অফিস এলাকার এক দিনমজুর বলেন, আমাদের এখানে এখন পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে আসেনি। র‌্যাব সদস্যদের পক্ষ থেকেই প্রথম আমরা কোন ত্রাণ সামগ্রী পেলাম।

স্পন্সরেড আর্টিকেলঃ