আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মলম পার্টির খপ্পরে ভিক্ষুক দম্পতি

মলম পার্টির

আড়াইহাজারে মলম পার্টির খপ্পরে ভিক্ষুক দম্পতি

মলম পার্টির

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মলম পার্টির খপ্পরে পড়ে ভিক্ষুক দম্পতি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। মলম পার্টি তাদের ভিক্ষার টাকা নিয়ে গেছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার উপজেলা সদরে ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রামচন্দ্রদী গ্রামের ভিক্ষুক গোলেছা (৬০) তার অন্ধ স্বামী আবেদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিদিনের ন্যায় ভিক্ষা করতে বের হন। দুপুর ১ টার দিকে উপজেলা সদরের ফয়সাল হসপিটালের সামনে থেকে দুজন মলম পার্টির সদস্য তাদের চোখে মলম লেপে দিয়ে তাদের কাছ থেকে ভিক্ষার সকল টাকা নিয়ে যাওয়ার সময় গোপালদী পৌরসভার মহিলা কমিশনার শাহিদা সিকদার এক জনকে ধরে ফেলেন। কিন্তু তাকে ধাক্কা মেরে ধৃত ব্যাক্তি পালিয়ে গেলে ভিক্ষুক দম্পতিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ভিক্ষুক গোলেছার অবস্থা গুরুতর বলে ডাক্তার জানান।