আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মমতা ক্ষমতায় থাকবে না :মোদি

অনলাইন রিপোর্ট:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন দমনমূলক রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না  ।

বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

মোদি বলেন, মমতাজি দমনমূলক রাজনীতির শেষ সীমায় পৌঁছে গেছেন। এভাবে আর বেশি দিন তিনি ক্ষমতায় থাকতে পারবেন না।

তিনি অভিযোগ করেন, ভোটের আগে বিরোধীদের কোনো ধরনের সভা-সমাবেশ করতে দেয়া হয়নি বাংলায়। কোনো হেলিকপ্টারও নামতে দেয়া হয়নি সেখানে।

যাতে বিজেপির সভায় কেউ অংশ নিতে না পারেন সে জন্য সভাস্থলের ২০০ কিমির মধ্যে মাইক, প্যান্ডেলওয়ালাদের হুমকি দেয়া হয়েছে।

এ কারণে রাজ্য নেতৃত্বকে মঞ্চ তৈরির জন্য ৫০০ কিমি দূর থেকে লোক জোগাড় করে আনতে হয়েছে বলে জানান মোদি।