আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্দির থেকে নবজাতক উদ্ধার

মন্দির থেকে

মন্দির থেকে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে সদর উপজেলার কৃষ্ণনগর এলাকার মন্দিরের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

শিশু উদ্ধারকারী কৃষ্ণনগর এলাকার সবিতা রায় জানান, গত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ মন্দিরের সামনে একটি শিশুর কান্নায় তার ঘুম ভাঙ্গে যায়। পরে তার স্বামী ও তিনি ঘর থেকে বের হয়ে দেখতে পায় যে মন্দিরের গেটে একটি শপিং ব্যাগের ভিতরে একটি নবজাতক শিশু কান্না করছে। পরে তিনি বিষয়টি তাদের প্রতিবেশীদের জানান এবং পুলিশ কে খবর দেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. ননী গোপাল রায় জানান, শিশুটির বয়স একদিন হবে। জন্মের পরপরই তাকে ঐখানে ফেলে রাখা হয়েছিল এবং শিশুটির নাভী থেকে রক্ত পরছিল। তবে বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং তার সু-চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, শিশুটিকে উদ্ধারের পরে তার চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তিতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ