নবকুমার:
টানা দ্বিতীয় বারের মত নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানিক ভাবে মন্ত্রী কে সভাপতির দায়িত্ব বুঝে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ বাসী গোলাম দস্তগীর গাজীকে কত টা বেশি ভালোবাসে তা প্রমাণ করেছে তাকে পুনরায় নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি নির্বাচিত করে। গোলাম দস্তগীর গাজীকে সভাপতি নির্বাচিত করায় গোটা নারায়ণগঞ্জে আনন্দের জোয়ার বইছে। এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি সেক্টর কমান্ডার কে.এম সফিউল্লাহ বীর উত্তম। সমিতি সহ সভাপতি হয়েছেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও সাবেক সচিব এস.এম আকরাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার, আলহাজ্ব বজলুর রহমান সিআইপি, এডভোকেট কাজী সাজাওয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, মোঃ মনির হোসেন সিআইপি, এস.এম জাহাঙ্গীর হোসেন,
সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা চাটার্ড কমার্স কলেজের চেয়ারম্যান কে.এম আবু হানিফ হৃদয় , প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, ১নং সদস্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, যুগ্ম সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মীর আব্দুল আলীম, নুর খান, হাজী আক্তার হোসেন, অর্থ সম্পাদক বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ রশিদ, শিক্ষা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আব্দুল আজিজ, স্বাস্থ্য সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের অধ্যাপক ডা. আসলাম হোসেন, আইন সম্পাদক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. ওয়াজেদুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোঃ কামাল হোসেন পলাশ ও এডভোকেট শামসুন্নাহার বাঁধন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ ও প্রথম আলোর সাংবাদিক মোঃ মনিরুজ্জমান মনি। জানা গেছে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে ।