আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি: দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিক উল্লাহ খান মাসুদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন)। সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশক করেছেন নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

বস্ত্র ও পাটমন্ত্রী এক শোকবার্তায় বলেন, আতিকউল্লাহ খান মাসুদ তাঁর নীতি ও আদর্শের মাধ্যমে জনকণ্ঠ পত্রিকাকে একটি অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ মাধ্যমে হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। শত বাধা-বিপত্তিতেও তিনি তাঁর অবস্থানে সর্বদা অবিচল ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য ও অসাম্প্রদায়িক সম্পাদককে হারালো। তাঁর মৃত্যুতে  বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি সাধিত হল ।

মন্ত্রী ব্যক্তিগতভাবে এবং নারায়নগঞ্জ জেলার জনগনের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।