সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পাড়া খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জায়েদ আলী। বুধবার তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় জায়েদ আলী বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। করোনা ভাইরাস বৈশ্বিক সমস্যা। সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। করোনায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,লবণ ,ডাল ,আলু । তিনি এর আগেও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।