আজ মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীকে সংবর্ধনা

সংবাদচর্চা রিপোর্ট : রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) পাওয়ায় নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে সংবর্ধনা দিয়েছে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন। শনিবার ( ৩১ অক্টোবর) রূপগঞ্জের পূর্বাচল ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: ছালাউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, প্রধান বক্তা ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: তোফাজ্জল হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা,  এফবিসিসিআই’এর পরিচালক গাজী গোলাম আশরিয়া বাপ্পী , রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাঞ্জারী আলম টুটুল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো: আব্দুল আজিজ, তারাব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মশিউর রহমান তারেক, সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন মো: হাবিবুর রহমান হারেজ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জায়েদ আলী, আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন, হাসান আশকারী, গোলাম রসুল কলি, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মো : ফিরোজ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছর আলী, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান ভুঁইয়া মেহের, সাধারণ সম্পাদক মো : নাঈম ভুঁইয়া, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো ফয়সাল আলম ভুঁইয়া, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, ব্যবসায়ী ইঞ্জি. সৈয়দ গোলাম রূপস, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার,যুবমহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য জিন্নাত জাহান জিসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জের গর্বিত সন্তান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। ইতিহাসে তিনি রূপগঞ্জের শ্রেষ্ঠ শাসক হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে স্বাধীনতা পুরস্কার দিয়ে রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীকে ধন্য করেছে। পরে অতিথিবৃন্দ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রসঙ্গত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেশের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) দিয়েছে সরকার। বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক .ম মোজাম্মেল হকের কাছ থেকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ গ্রহণ করেন তিনি।   গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।