আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীকে অভিনন্দন

স্বাধীনতা পুরস্কারের (২০২০) জন্য মনোনীত হওয়া নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক অভিনন্দন বার্তায় ভাসছে। মন্ত্রীর শুভাকাঙ্খীরা উল্লাসীত। গত ২০ ফেব্রুয়ারি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত  হওয়ার খবর প্রকাশ হলে তার নির্বাচনী এলাকা রূপগঞ্জে মিষ্টি বিরতণ ও আনন্দ মিছিল বের করা হয়।  তাছাড়া নারায়ণগঞ্জের বিশিষ্ট নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দও আওয়ামী লীগের এই মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

গতকাল মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন , নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এড. আনিসুর রহমান দিপু গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে  অভিনন্দন জানান ।

প্রসঙ্গত,নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রথম পূর্ণমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি ২ সেক্টরের অধীনে রণাঙ্গণে সম্মুখ যুদ্ধ করেছেন। যুদ্ধে অসামান্য অবদানের জন্য সরকার তাকে বীর প্রতীক খেতাব দিয়েছে। তিনি একের পর এক নারায়ণঞ্জের মুখ উজ্জল করছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ