আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রিসভায় নতুন সদস্য যোগ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন সদস্য যোগ হচ্ছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সাবেক সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। আগামী রোববার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। তিনি দীর্ঘ ১২ বছর ধরে চুক্তিভিত্তিক অর্থনীতি বিভাগে দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়েছে।

শুক্রবার ( ১৬ জুলাই) সকালে শামসুল আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী তার ১২ বছরের কাজের স্বীকৃতি দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিমন্ত্রীর দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের দায়িত্ব নেওয়ার পর কয়েক দফা তার চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়।

তিনি তিন দশকের বেশি সময় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য সরকার শামসুল আলমকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

স্পন্সরেড আর্টিকেলঃ