আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরদীতে সমন্বিত কর্মপরিকল্পনা সভা

নরসিংদীর মনোহরদী উপজেলার সকল ইউনিয়নের সমন্বিত কর্মপরিকল্পনা বিষয়ক মত বিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৬ আগস্ট) মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী।

জানা গেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বিচ্ছিন্ন উদ্যোগ গ্রহণ না করে ইউনিয়ন পর্যায়ে সকলের সু-সমন্বয়ের মাধ্যমে একটি একক কর্মপরিকল্পনা প্রণয়নের প্রতি গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। তার মধ্যে রয়েছে ‌স্থানীয় চাহিদার আলোকে সকল সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন। ‌বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা। ‌সরকারি বরাদ্দ ব্যবহার করে জনগনের মাঝে মাস্ক ও সুরক্ষা সামগ্রীর প্যাকেজ বিতরণ । ‌ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ওয়াশ বেসিন স্থাপন। ‌স্বাস্থ্যবিধি অনুসরণ ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন। ‌কর্মহীন মানুষকে সাহায্য করা এবং স্থানীয় অর্থায়নে কর্মসংস্থানের ব্যবস্থা করা । ‌শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন প্রতিবন্ধকতা রোধে মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে হাইজিন বুথ “অজয়া” স্থাপন। কোভিড ও নন কোভিড রোগীদের ( বিশেষত শিশু, গর্ভবতী মা, বৃদ্ধদের) স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে Pandamic situation বিবেচনায় নিয়ে অপরাধের ধরণ ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন। করোনা ভাইরাসের ঝুঁকি সত্ত্বেও করোনা মোকাবেলায় জেলা প্রশাসকের সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ আশার আলো জাগিয়েছে মনোহরদীবাসীর মনে।