আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মদের বার বন্ধের পুরোপুরি নিশ্চয়তা পাচ্ছি না: আনোয়ার হাসান

নিরাক হাসান:

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘মদের বার বন্ধের পুরোপুরি নিশ্চয়তা পাচ্ছি না’ এমটাই মন্তব্য করেন দৈনিক সংবাদচর্চা পত্রিকার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) প্রতিষ্ঠা বার্ষিকী সভায় সংবাদচর্চার বার্তা সম্পাদক আনোয়ার হাসান বলেন, প্রকাশ্য ধূমপান করার জন্য সরকার অনেক আগেই একটা আইন তৈরী করেছে। এখানে জেলা প্রশানের নির্বাহী মেজিষ্ট্রেট ও ডিসি চাইলে তারা জরিমানা করতে পারে কিন্তু করে না। হয়তো জরিমানা টাকা অল্প বা অন্য কোনো কারণও থাকতে পারে। আমি মনে করি জেলা প্রশাসক যদি চায় নারায়ণগঞ্জে প্রকাশ্যে ধূমপান বন্ধ করে দিতে পারে। পুলিশ প্রশাসন যদি চায় নারায়ণগঞ্জে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না তাহলে সেটা সম্ভব। বিগত কয়েক দিন যাবৎ লক্ষ্য করা যায় ব্লু পিয়ার মদের বার নিয়ে প্রেসক্লাব থেকে নারায়ণগঞ্জের সচেতন মহলের সকলের তীব্র প্রতিবাদে বুধবারে বার বন্ধের একটা নোটিশ দিয়েছে মাদক অধিদপ্তরের মহাপরিচালক। কিন্তু আমরা মদের বার বন্ধের পুরোপুরি নিশ্চয়তা পাচ্ছি না কারণ বারের লাইসেন্স দেওয়া হয়েছে কিন্তু লাইসেন্স জব্দ করা হয়নি এবং লাইসেন্সটি তারা হস্তান্তরও করা হয়নি, বারের জন্য যে স্থাপনা বানানো হয়েছে তা ভাঙ্গা হয়নি। অতএব যে কোনো সময় চুপি চুপি মদের বার চালু করে দেয়া হবে। কাজেই মদের বার চালু থাকুক বা নারায়ণগঞ্জে থাকুক এমন কিছু মানুষ আছে যারা অলরেডি টাকা খেয়ে বসে আছে। তারা যদি চায় প্রশাসন যদি চায়! মদের বার চুপি চুপি চলবে! কিন্তু আমরা মদের বার চাই না। এ ব্যাপারে প্রেস ক্লাব সভাপতি মাসুম ভাইয়ের সাথে আমরা থাকবো। মদের বার চাষাঢ়ায় থাকবে না এবং মদের বারের লাইসেন্স হস্তান্তর করে গুড়িয়ে দিতে হবেন তবেই আমরা নিশ্চিত হই আমাদের আগামী প্রজন্ম উন্নত ভবিষৎ নিয়ে বেচে উঠতে পারবে।

স্পন্সরেড আর্টিকেলঃ