আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মদনপুর থেকে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী রিমান্ডে

বন্দরে ৯ হাজার ৫’শ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার দুই ইয়াবা ব্যবসায়ীকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) সকালে অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিন ১ দিন মঞ্জুর করেন।

রিমান্ডকৃতরা হলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বাঘাধারি এলাকার মোঃ সাগর আহম্মেদ (৩০) এবং সে পেশায় একজন বাস হেলপার। অপরজন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন সাদিকপুর এলাকার বাসিন্দা মোঃ জুয়েল (২৯)। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন থেকে ৯ হাজার ৫’শ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।

রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, মাদক মামলায় দুই জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

সর্বশেষ সংবাদ