আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুকে আসছে ‘ভয়েস ক্লিপ’ ফিচার

ফেসবুকে আসছে ‘ভয়েস ক্লিপ’ ফিচারভয়েস-ক্লিপ-ফিচার

সংবাদচর্চা ডট কম: সোশ্যাল মিডিয়াগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। সম্প্রতি ফেসবুক ‘অ্যাড ভয়েস ক্লিপ’ নামে নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এ ফিচারটি স্ট্যাটাস দেয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। স্ট্যাটাস লেখার কম্পোজার মেনুতে নতুন ফিচারটি যুক্ত থাকবে। ফিচারটির মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী স্বল্পদৈর্ঘ্যরে অডিও রেকর্ডের সুযোগ পাবেন এবং তা স্ট্যাটাস আকারে পোস্ট করতে পারবেন। ভারতে এ ফিচারটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এর ফলে দেশটির কিছুসংখ্যক ফেসবুক ব্যবহারকারী নতুন ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছেন।

ফেসবুকের এক মুখপাত্র জানান, ফেসবুক প্লাটফর্মের মাধ্যমে তাদের ব্যবহারকারীরা যাতে বন্ধু কিংবা পরিবারের সঙ্গে বক্তব্য শেয়ার করতে পারেন, সেজন্য তারা কাজ করছেন। ভয়েস ক্লিপের মাধ্যমে গ্রাহকরা মতামত প্রকাশের নতুন মাধ্যম পাবেন।
ফেসবুকের নতুন ফিচারটি কোনো নির্দিষ্ট অঞ্চলে চালু হবে, নাকি সারা বিশ্বেই এটি ব্যবহারের সুযোগ মিলবে, সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ফেসবুক ভয়েস সমর্থিত ফিচারের দিকে নজর নিচ্ছে। প্রতিষ্ঠানটি এরইমধ্যে ফিওনা ও অ্যালোহা নামের স্মার্ট হোম স্পিকার তৈরি করছে, যা আগামি জুলাইয়ে উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে। ফেসবুকের বিল্ডিং ৮ হার্ডওয়্যার ল্যাবে তৈরি হচ্ছে এ দুটি স্পিকার। সূত্র :খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস

গত শনিবার প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়, ভিডিওর চেয়ে সহজ পদ্ধতি আনতে চায় ফেসবুক। এজন্য প্রতিষ্ঠানটি তার প্লাটফর্মে ভয়েস শেয়ারের সুযোগ দিতে যাচ্ছে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ