আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালত

ভ্রাম্যমান আদালত

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে ভ্রামমান আদালতের অভিযানে দুইটি হোটেল ও পাঁচটি লেগুনাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শহরের সুমাইয়া রেস্টুরেন্ট ৭৫ হাজার টাকা ও বৈশাখী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং ৫টি লেগুনাকে ১ হাজার করে ৫ হাজার টাকা মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বলের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালটি পরিচালনা করা হয়।
অভিযানে চাষাড়ার নবাব সলিমুল্লাহ সড়কে অবস্থিত সুমাইয়া রেস্টুরেন্টকে লাইসেন্স না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য ৭৫ হাজার এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের পার্শ্ববর্তী বৈশাখী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫টি মোটর ভেহিকাল (লেগুনা) কে ১ হাজার করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট মো. উজ্জ্বল জানান, ভ্রাম্যমাণ আদালতটি বিভিন্ন জায়গায় অভিযান করে। এসময় ৫টি লেগুনা ও ২টি রেস্টুরেন্ট মিলিয়ে মোট ১লক্ষ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সুমাইয়া রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।