আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতুমীর কলেজের বাংলা বিভাগের আনন্দ ভ্রমন সফল

ভ্রমন

তিতুমীর কলেজের বাংলা বিভাগের আনন্দ ভ্রমন সফলভ্রমন নবকুমার:

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের (শিক্ষাবর্ষ ২০১৪/২০১৫) তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নেচে গেয়ে আনন্দ ভ্রমন সফল হয়েছে।লেখাপড়ার পাশাপাশি চাই সবারই একটু বিনোদন। শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেই জ্ঞান বাড়ে না ভ্রমনেও জ্ঞান বাড়ে ।

শুত্রবার বাংলা বিভাগের শিক্ষার্থীরা রাজধানীর পার্শ্ববর্তী অঞ্চল সোনারগাঁ বাংলার বারো ভূইয়াদের রাজধানী দেখতে যান। সেখানে তারা প্রাচীন বাংলার কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পান।

ব্যক্তিগত উদ্যোগে বাংলা তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এ আনন্দ ভ্রমনে যান।আয়োজক কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান বাংলা বিভাগের সকল শিক্ষার্থী তারা বলেন ভবিষৎতে এ আনন্দ ভ্রমন যেন অব্যাহত থাকে।

সকাল ৮টায় একটি ভিআইপি বাসে কলেজ গেট হতে সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা হন যানজটের কারণে দুপুর ১২ টায় সেখানে পৌছায়।

কিছু খাবার সাথে নিয়ে যায় ,যা তারা সকাল, দুপুর ,সন্ধ্যায় খায়।আনন্দ ভ্রমনে খেলার আয়োজন করা হয় খেলার মধ্যে ছিলো ফুটবল খেলা ,বালিশ খেলা,পাতিল ভাঙ্গা। রাত ৯টায় আনন্দ ভ্রমন শেষ করে সবাই বাসায় ফিরে যায়।এ আনন্দ ভ্রমন তিতুমীর কলেজের সর্বকালের সেরা আনন্দ ভ্রমন।