আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভ্যাটের চিন্তা এসেছে ব্যবসায়ীদের মাথা থেকে-মোস্তাফিজুর রহমান

ভ্যাটের চিন্তা

ভ্যাটের চিন্তা

 

নিজস্ব প্রতিবেদক:
ভ্যাটের চিন্তাটাই এসেছে ব্যবসায়ীদের মাথা থেকে উল্লেখ করে কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকা (দক্ষিণ) কর কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান বলেন, আপনারা জানেন, ভ্যাট ভোক্তা কর। এটা ব্যবসায়ীদের পকেট থেকে দেওয়ার কোন বাধ্য বাধকতা নেই। ভ্যাটের চিন্তাটাই এসেছে ব্যবসায়ীদের মাথা থেকে। তাঁরা চিন্তা করেছেন করের থেকে ভ্যাট দেয়াটা সুবিধাজনক। এখান থেকে ভ্যাটের সৃষ্টি।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ভ্যাট বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ ক্লাবে ভ্যাট বিষয়ক এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিনের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের অতিরিক্ত কমিশনার শামসুল ইসলাম, বাংলাদেশ রি-রোলিং মিলস এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মোস্তাফিজুর রহমান আরও বলেন, আপনারা প্যাকেজ ভ্যাটের কথা বলেছেন। কিন্তু প্যাকেজ ভ্যাটে তো আপনাদের ব্যবসায়ীদের ক্ষতি। প্যাকেজ ভ্যাট কিন্তু ভোক্তার কাছ থেকে আমরা নিতে পারি না। তাই আমরা মনে করি প্যাকেজ ভ্যাট না দিয়ে রিয়েল ভ্যাট মানে আসল ভ্যাট সেটা দেন। অনেকে মনে করেন, ৪% দিলে আপনারা লাভবান আর ১৫% দিলে আপনারা ক্ষতিগ্রস্থ হন। কিন্তু আসলে তা নয়। ১৫% ভ্যাট দিলে আপনারা লাভবান হবেন। আপনাদের এটা হিসাব করতে হবে। হিসাব না করলে আপনি এটা বুঝতে পারবেন না। ভ্যাটের মাধ্যমে ব্যবসা বান্ধব একটি পরিবেশ তৈরি করা সম্ভব। আপনি ভ্যাট দিবেন কিন্তু আপনার পাশের জন ভ্যাট দিবেনা, এরকম হলে তো আর ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে না। এই কারনেই কিছু নিয়ম নীতি তৈরি করা হয়েছে। আমরা ও আপনাদের ব্যবসায়ীক সংগঠনগুলো এই পরিবেশ ধরে রাখতে পারি।
ভ্যাট কর্মকর্তাদের অসহযোগিতার কথা উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, আজকে কমিশনার সাহেবকে এখানে আসতে হইতো না যদি আমাদের ডাকে তিনি সাড়া দিতেন। তিনবার তাদেরকে চিঠি দেয়া হয়েছিল। আপনাদের সহযোগিতা করার জন্যই আমরা হাত বাড়িয়ে বসে আছি। কিন্তু তাঁদের দিক থেকে কোন সাড়া পাই নি। আমরা যারা ব্যবসা করি তাঁদের আপনাদের ছাড়া চলার কোন উপায় নাই। আপনারা যেভাবে ভ্যাট বাড়াতে বলবেন সেভাবেই বাড়িয়ে দেবো। কিন্তু সহনীয় পর্যায়ে রাখবেন তাহলে আগামীতে দেখবেন ভ্যাটের পরিমান আরো বাড়বে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।