আজ বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

ভোলার বোরহানউদ্দিনে হ্যাক হওয়া ফেসবুক পোস্টকে ঘিরে এলাকাবাসী ও পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনায় জেলা প্রশাসনের ৩ সদস্যের এবং পুলিশের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

হ্যাকিং এবং সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তে বরিশাল রেঞ্জের ডিআইজিকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। যে কোনো পরিস্থিতি এড়াতে বোরহানউদ্দিনে বিজিবি মোতায়েনের পাশাপাশি, সারাদেশে মাঠ পর্যায়ে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

স্পন্সরেড আর্টিকেলঃ