আজ শুক্রবার, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় দুর্নীতি প্রতিরোধ উপলক্ষে মানববন্ধন

ভোলায় দুর্নীতি প্রতিরোধ

ভোলায় দুর্নীতি প্রতিরোধ

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা প্রতিনিধি : “বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” এই স্লোগান কে সামনে রেখে ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উপলক্ষে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

আজ (২৭মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় সদর রোডস্থ কে-জাহান মার্কেটের সামনে মানববন্ধন ও পথসভা করা হয়।দুর্নীতি প্রতিরোধ কমিটির ভোলা জেলা শাখার সভাপতি হোসনেয়ারা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যাপক মোঃ আলতাব, ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোফাসল উল্লাহ চৌধুরী, অধ্যাপক অরুন চন্দ্রদে, মোঃ হোসেন, সাংবাদিক নাসির লিটন, সাংবাদিক শিমুল চৌধুরীসহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান সদস্যরা, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।