আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসিক ভোটের ফলাফল: হ্যাট্টিকের পথে আইভী

নিজস্ব প্রতিবেদক:

শান্তিপূর্ণ পরিবেশে নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯২ ভোট কেন্দ্রে বেসরকারিভাবে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৬১,২৭৩ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র মেয়র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২,১৭১ ভোট ।

রবিবার ১৬ জানুয়ারি তৃতীয় নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটায় আর ভোটগ্রহণ শেষ হয় বিকাল চারটায়।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটারের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। মোট ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জনের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং হিজরা ৪ জন। এর আগে ২০১৬ সালের নাসিক নির্বাচনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। সে অনুযায়ী নতুন ভোটার ৪২ হাজার ৯৩০ জন। এবার মোট কেন্দ্রের সংখ্যা ১৯২ টি।

স্পন্সরেড আর্টিকেলঃ