আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোক্তা অধিকার সভায় বক্তারা অধিকার সম্পর্কে সচেতন হতে হবে

সংবাদচর্চা রিপোর্ট:
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার দপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোক্তা অধিকার আইন কোন মানুষকে শাস্তি দেয়ার জন্য নয়। এ আইনের কারন হলো সাধারন জনগণ যেন প্রতারিত না হয়। সেই সাথে বিক্রেতা ও ক্রেতা যেন সতর্ক থাকে। অভিযোগ করে বলেন, বিভিন্ন পোষ্টার, মিডিয়ায় অশ্লীল বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের প্রতারিত করা হয়। এই ধরনরে বিজ্ঞাপন বন্ধা করার দাবী জানানো হয় সেমিনারে।

বক্তারা আরো বলেন, কোন ব্যক্তি যদি পন্য কিনে প্রতারিত হয় এবং প্রমান সহ তিনি যদি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন ওই অভিযোগকারি জরিমানা সহ তার টাকা ফেরত পাবেন। ভোক্তা অধিকার সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। একই সাথে সাবইকে সতর্ক করার আহবান জানান বক্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকী, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক তাহমিনা আকতার,জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. শাহ নেওয়াজ চৌধুরী সহ অন্যান্য বিভিন্ন ব্যক্তিবর্গ। আর.কে