আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলা লালমোহন উপজেলায় শহীদ মিনার নেই ৩০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে

ভোলা লালমোহন উপজেলায় শহীদ মিনার নেই

ভোলা লালমোহন উপজেলায় শহীদ মিনার নেই ৩০৯টি শিক্ষা প্রতিষ্ঠানেভোলা লালমোহন উপজেলায় শহীদ মিনার নেই

জুবায়ের চৌধূরী পার্থ, ভোলা প্রতিনিধি: ভোলা জেলার লালমোহন উপজেলায় ৩১৭টি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্বেও ৩০৯টি শিক্ষা প্রতিষ্ঠানেই নেই কোন শহিদ মিনার। মাত্র ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে।

শহীদ মিনার না থাকায় বর্তমান শিশু-কিশোর ও তরুন ছাত্রছাত্রীরা ৫২’র ভাষা আন্দোলন, ৭১,র মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস এর প্রকৃত ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ থেকে বঞ্চিত হচ্ছে।

যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেই সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২১শে ফ্রেবুয়ারী ও ১৬ই ডিসেম্বর আসলে বাশঁ, কাঠ, কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে তাতে ফুল দিতে দেখা যায়। যার ফলে শহীদদের প্রতি পূর্নাঙ্গ শ্রদ্ধা থাকা সত্বেও শিক্ষার্থীরা তা দেখাতে পারছেনা।

স্পন্সরেড আর্টিকেলঃ