সংবাদচর্চা রিপোর্ট:
“ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২১।
রবিবার ( ৬ জুন) এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ । চলবে ১০ জুন পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমাদের দেশে এখন জমি রেজিস্ট্রেশন ও মিউটেশন সেবা ডিজিটালাইজড হচ্ছে। এলডি ট্যাক্সসহ যাবতীয় সেবা ভূমির মালিকগণ সহজেই অনলাইনে গ্রহণ করতে পারবেন। এতে করে ভূমি অফিসে অসাধু চক্রের অপতৎপরতা কমবে ও সেবা সহজীকরণ হবে।
এসময় ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ডিসি।